Powered By Blogger

Monday, November 3, 2025

বিচিত্রা ১৯৭

অর্থহীন কথা বলা পাগলের প্রলাপ,
অকৃতজ্ঞ বেইমান করে কথার খেলাপ।
( লেখা ৪ই অক্টোবর'২০১৭)

সৃষ্টি মাত্রেই ক্ষয় আছে, লয় আছে, আছে সুখ দুঃখ। দয়াল আমার পরমপিতা পায় ব্যথা ক'রো না এমন কাজ কখনো। দেখবে তাঁর দয়ায় শরীরে মনে শত ক্ষয় মাঝেও হবে না কোনও ক্ষতি, পাবে না কখনো কোনও ভয়। আর লয়? জেনো লয় হবে আনন্দময়!
সুখ দুঃখ?
যদি হৃদমাঝারে থাকে দয়াল তবে সুখের বর্ম দিয়ে ঘেরা থাকে সে হৃদয় আর শত দুঃখবোমাও ভাঙতে পারে না সে সুখের কঠিন দেওয়াল!
( লেখা ৪ই অক্টোবর' ২০২১)















No comments:

Post a Comment