ভালো মানুষেরা রাজনীতিতে আসে?
আসতে দেওয়া হয়?
কেন আসে না বা আসতে দেওয়া হয় না?
আসলে পরে ভালো থাকে?
কেন থাকে না?
( ২৪শে নভেম্বর'২০১৮)
তোমার যা ইচ্ছে তাই করো,
তোমার যা ইচ্ছে তাই করো,
তোমার মন যা চাই তাই বলো,
তোমার চোখ যা চাই তাই দেখো,
কিন্তু মনে রেখো-----
সময় সবসে বড়া বলবান!
সময় সবসে বড়া বলবান!
তুমি ঠাকুরের চোখে চোখ রেখে বলো দেখি বন্ধু,
তুমি নির্দোষ! তুমি নিরপরাধ!
আলো নিভিয়ে, বিষ ছড়িয়ে করোনি তুমি কাউকে নির্মম আঘাত!?
( ২৪শে নভেম্বর'২০১৯)
( ২৪শে নভেম্বর'২০১৯)
হে আমার প্রিয়জন,
এসো সবাই আমরা দৃঢ়চিত্তে গভীর বিশ্বাস নিয়ে বলি,শোনো শয়তান!
আমাকে স্পর্শ ক'রো না। আমি দয়ালকে স্পর্শ ক'রে বসে আছি; বসে আছি শয়নে স্বপনে জাগরণে শরীরে মনে আত্মায়! শোনো রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয় আর দারিদ্র্যাদি আমাকে ভুলেও স্পর্শ ক'রো না; ঝলসে যাবে, ধ্বংস হ'য়ে যাবে, শেষ হ'য়ে যাবে, মুছে যাবে চিরতরে।
( ২৪শে নভেম্বর'২০২২)
চলতে চলতে হঠাৎ চলা থেমে গেলে তার অসহ্য কষ্ট, যন্ত্রণা তুমি বুঝবে না। কারণ হয় তুমি চলা শুরুই করোনি কিংবা সবে শুরু করেছো। এখনও পথ চলা বহুদূর বাকি। বাকী অনেক অজানা অচেনা পথ আর তার রহস্যময়তা। পথের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা না জানা নানা বাধা বিপত্তি।
অনেক কষ্ট ক'রে, ঘাম রক্ত ঝড়িয়ে, রক্ত জল করা অর্থের অর্থ না বুঝে খরচ ক'রে, বাড়ির খেয়ে বনের মোষ তাড়িয়ে কোনও কিছু গড়ে তোলা জিনিস যখন ভেঙে যায় কিংবা কেউ ভেঙে দেয় তখন সে যন্ত্রণা যে জন্ম দেয় সে ছাড়া আর কেউ বোঝে না। সাজানো বাগানে ফুল তুলতে আসা মানুষ সে যন্ত্রণার ধার ধারে না।
( ২৪শে নভেম্বর'২০২৩)
( ২৪শে নভেম্বর'২০২৩)

No comments:
Post a Comment