Powered By Blogger

Wednesday, October 29, 2025

উপলব্ধি।

একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন প্রসঙ্গ থেকে সরে না যায়। ঠাকুরের প্রত্যেকটা বাণীর আলাদা আলাদা গ-ভী-র অর্থপূর্ণ মাহাত্ম্য আছে। তাই যখন যেখানে যে বাণী আলোচ্য বিষয় সেখানে আলোচনার পরিবেশে সেই বাণীর গভীর আলোচনা না ক'রে, সেই বাণীর গভীরতার ছোঁয়া না পেয়েই সেই বাণীকে নামমাত্র ছুঁয়েই যদি আমরা প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে স'রে যায়, অন্য প্রসঙ্গে আলোচনাকে নিয়ে যায়, আলোকপাত করি, আলোচ্য বিষয়কে গুরুত্ব না দিই তাহ'লে সেই বাণীকে তাচ্ছিল্য করার সাথে সাথে ঠাকুরকেও তাচ্ছিল্য করা হয় এবং আলোচনার পরিবেশ নষ্ট হয়, যোগ্য আলোচক হ'য়ে উঠি না। প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা আলোচনা করা যেতেই পারে কিন্তু আলোচকদের সতর্ক থাকতে হবে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিস্ময়ের ব'লে যাওয়া বিষয় নিয়ে আলোচনা করছি এবং আলোচনা করার সময় যখন তাঁর যে বিষয়ে আলোচনা করবো তখন যেন সেই বিষয়ের উপর গভীর মনোনিবেশ করি; আলোচনা করার সময় তা' যেন কোনও অবস্থাতেই খিচুড়ি পাকিয়ে না যায়। মূল বিষয় থেকে সরে যাওয়ার অর্থ যেনতেনপ্রকারেণ মনের বিরুদ্ধভাবকে প্রকাশ করা। যেটা আমরা সবসময় টিভি চ্যনেলের প্রত্যেকটি আলোচনা সভায় দেখে থাকি।
( লেখা ২৯শে অক্টোবর'২০১৭)

No comments:

Post a Comment