Powered By Blogger

Thursday, October 30, 2025

কবিতা/গানঃ কালো মেঘে ঢাকা আকাশ আজ-----

কালো মেঘে ঢাকা আকাশ আজ 
কোথায় তুমি যাবে গো?
ওরে মন দিয়ে মন ফেরাস না
আঁধার রাতে ভুল করিস না
আঁধার রাতে আর ভুল করিস না।

খেয়ালি মনের মত রিপুর বাহারে
ভুলো মনের ভুলের জালে ভুলের পাহাড়ে
ভুলের পাহাড়ে, ভুলের পাহাড়ে
খেয়ালি মনের মত রিপুর বাহারে
ভুলো মনের ভুলের জালে ভুলের পাহাড়ে
ভুলের পাহাড়ে, ভুলের পাহাড়ে

ও তোর জীবন মরু
প্রভুর ছোঁয়ায় সবুজ হ'য়ে যাবে গো
আঁধার পানে আর মুখ ফেরাস না।
ওরে মন দিয়ে মন ফেরাস না
ও কালো মেঘে ঢাকা আকাশ আজ 
কোথায় তুমি যাবে গো?
মন দিয়ে মন ফেরাস না
আঁধার রাতে ভুল করিস না
আঁধার রাতে ভুল করিস না।

শ্রাবণ মাসে চাঁদের আলো
সবুজ চুড়ির চল,
ভাদ্র মাসে প্রভুর হাসি
মেটায় হলাহল।
মেটায় হলাহল, মেটায় হলাহল।
শ্রাবণ মাসে চাঁদের আলো
সবুজ চুড়ির চল
ভাদ্র মাসে প্রভুর হাসি
মেটায় হলাহল।
মেটায় হলাহল, মেটায় হলাহল।

ও তোর পরাণখানা...........
ও তোর পরাণখানা
নেচেনেচে ঐ প্রভুর পায়ে দে গো
কারো দিকে ফিরে তাকাস না,
ওরে মন দিয়ে মন ফেরাস না,
আঁধার রাতে আর ভুল করিস না।।

কালো মেঘে ঢাকা আকাশ আজ 
কোথায় তুমি যাবে গো?
মন দিয়ে মন ফেরাস না,
আঁধার রাতে আর ভুল করিস না
আঁধার রাতে ভুল করিস না।।
( লেখা ২০শে সেপ্টেম্বর'২০২৫)
(আটটা বাজে দেরী করিস না গানের সুরে)

No comments:

Post a Comment