বাংলাদেশের সাম্প্রদায়িক ঘটনায় কোনও সম্প্রদায় সম্পর্কে সৎসঙ্গী হিসাবে মন্তব্য করার আগে একবার নিজের ভিতরে ঝাঁক মেরে দেখতে হবে আমি ঠাকুরের মনের মত সৎসঙ্গী তো!? প্রতিবাদ করবো। নিশ্চয়ই করবো। আর সে প্রতিবাদে থাকবে তেজ, ক্রোধ নয়। সে প্রতিবাদে থাকবে সত্য কিন্ত সংহার নয়! সে প্রতিবাদে থাকবে স্পষ্টতা কিন্তু থাকবে মিষ্টতা! সে প্রতিবাদে থাকবে প্রকৃত বীরের পরিচয়; থাকবে না বাঘ ভাল্লুকের হিংস্রতার প্রতিফলন! প্রতিবাদে থাকবে যজন ও যাজনমুখী চরিত্র! আমার চরিত্রই আমার বলিষ্ঠ প্রতিবাদ।
যদি সৎসঙ্গী পরিচয়ে কিছু মন্তব্য করি তাহ'লে মন্তব্য করার আগে আমাদের ভেবে দেখতে হবে বিগত দিনে এমন ঘটনায় ঠাকুর কি বলেছিলেন আর আজ ঠাকুর থাকলে কি বলতেন। আমরাও সৎসঙ্গীরাও তাই করবো ও বলবো। আমাদের মাথার ওপর ঠাকুর রেত শরীরে এখনও প্রতিমুহুর্তে অবস্থা করছেন আচার্যদেব রূপে। তাই আসুন আমরা সৎসঙ্গীরা সতর্ক ও সাবধান হ'ই।
( লেখা ২১শে অক্টোবর'২০২১)

No comments:
Post a Comment