( লেখা ২১শে অক্টোবর'২০২১)
Tuesday, October 21, 2025
বিচিত্রাঃ ১৮৯
সৎসঙ্গীরা সাবধান! আগামী ভয়ংকর আগুনের পৃথিবীতে কিন্তু আমাদেরও থাকতে হবে। থাকতে হবে আমাদের পরবর্তী প্রজন্মদের। আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি আমাদের সৎসঙ্গীদের একটা দায়বদ্ধতা আছে। নিদেনপক্ষে নিজের জীবনের প্রতি আছে। প্রতিদিনই কিন্তু সময় ও পরিস্থিতি ভয়ংকর থেকে আরও ভয়ংকর হ'য়ে উঠছে! তাত্ত্বিক আমেজে আর ফুর্তিতে দিন কাটাবার দিন অনেক আগেই শেষ হ'য়ে গেছে। ঠাকুর কিন্তু আমাদের জন্যই সারাজীবন কষ্ট যন্ত্রণা পেয়েছেন আর চোখের জল ফেলেছেন। বাংলাদেশের ঘটনায় আবেগে ভেসে আলটপকা ঠাকুর দর্শন বিরোধী মন্তব্য ক'রে আমরা ঠাকুরকে যেন ছোট ক'রে না দিই। সৎসঙ্গীর চরিত্রই সৎসঙ্গের সম্পদ।
আগামী যে ভয়ংকর দুঃসময়ের কথা ব'লে গেছেন ঠাকুর সে সম্পর্কে আগাম সাবধানও ক'রে গেছেন ঠাকুর আমাদের। ঠাকুর আগামী এই কঠিন সময়ের হাত থেকে বাঁচতে ও বাঁচাতে যত দ্রুততার সঙ্গে সিরিয়াসলি আমাদের করণীয় যা করতে বলেছেন, হ'য়ে উঠতে বলেছেন ততটাই ধীরগতি ও তাচ্ছিল্যের সঙ্গে তা পালন করিনি, করেছি ও করছি উপেক্ষা। আমাদের সংখ্যাগুরু সৎসঙ্গীদের চরিত্রই তার প্রকৃষ্ট উদাহরণ। বাংলাদেশের ঘটনা আজ নতুন কিছু নয়। ধর্মীয় উগ্রতা ও উন্মাদনা আজ জলভাতের মত হ'য়ে গেছে। তবুও আমরা সৎসঙ্গীরা জেগে ঘুমিয়ে আছি। আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা এই মনোভাব আমাদের সৎসঙ্গীদের।
আমরা যদি ঠাকুরের চাওয়া মত প্রকৃত সৎসঙ্গী হ'য়ে উঠতে পারতাম তাহ'লে নিজেরাই বুঝতে পারতাম বাংলাদেশে ১৩ই অক্টোবর'২১-এ সংঘটিত হিন্দু ধর্মের ওপর আক্রমণের এইসময়ে আমাদের কি করণীয় আর আমরাই পারতাম পথ দেখাতে। ঠাকুর আমাদের আগামী সম্ভাব্য সমস্ত রকম ভয়ংকর বিপর্যয়ের ইংগিত দিয়ে গেছেন। আর সেই বিপদ ভয়াবহ আকার ধারণ করার আগেই তাকে রোধ করার সমস্ত রকম পথও ব'লে দিয়ে গেছেন। আমরা সৎসঙ্গীরা ঠাকুরের ইচ্ছামত, তার মনের মতো কেউ হ'য়ে উঠিনি। ৫০ ভাগও হ'য়ে উঠিনি। হ'য়ে ওঠার প্রথম শর্তই হ'লো আমার চরিত্র গঠন! আমার চরিত্রই আমার যজন যাজনের জ্বলন্ত উদাহরণ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment