"এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া।"-----শ্রীশ্রীঠাকুর।
মানুষ সমাজবদ্ধ জীব। সমাজ মানে কি? একের অধিক মানুষ মিলিত হ'য়ে কিছু নিয়ম কানুন তৈরী ক'রে একসঙ্গে বসবাস করাকে সমাজ বলে। সেই সমাজে যে নিয়ম কানুন তৈরী করা হয় সেই নিয়ম মানুষের বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্যই তৈরী করা হয়। কিছু প্রাজ্ঞ মানুষের চিন্তাভাবনা প্রসূত নিয়মকানুন সুন্দর সমাজ গঠনে সাহায্য করে। এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন হ'য়ে চলে। যে সমাজে যত দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টিসম্পন্ন মানুষ থাকে সেই সমাজে তত সমাজ উন্নয়নের জন্য, মানুষের বাঁচাবাড়ার জন্য নিখুঁত নিয়মকানুন তৈরী করা সম্ভব হয়। প্রবি।

No comments:
Post a Comment