গাড়ি চালাতে জানি না অথচ স্টিয়ারিং ধরবোই তাই নিজের, দশের ও দেশের এই ল্যাংড়া-খোঁড়া-অন্ধ অবস্থা!
( লেখা ৩১শে অক্টোবর'২০২০)
যদি বাঁচতে চাও তো ইগো ব'লে কিছু রেখো না। মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা বা ডিজিজ হ'লো ইগো! রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে ও আনন্দে থাকতে হ'লে ইগো সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখো। জীবনে ইগো নেই তো জীবনে কোনও সমস্যা নেই, রোগ নেই, অভাব নেই। আছে আনন্দ, আনন্দ আর আনন্দ!
ভয় কি?
জীবন্ত ঈশ্বর পরমপিতা শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বুকে জড়িয়ে ধরো, কোলবালিশের মত দু'হাতে জাপ্টে জড়িয়ে ধরো, তোমার প্রিয় ভালোবাসার মানুষকে যেমন জড়িয়ে ধরো তেমনভাবে দয়ালকে বুকে জড়িয়ে ধরো আর দেখো, আস্তে আস্তে জীবনের সব ফ্যাকাশে রঙ পাল্টে গিয়ে জীবন রঙিন হ'য়ে উঠবে; উঠবেই কি উঠবে। একবার বিশ্বাস করো, নির্ভর করো তার উপর। দের হ্যায় লেকিন অন্ধেরা নেহি হ্যায়! ( লেখা ৩১শে অক্টোবর'২০২১)
যে ক'রে মিথ্যার চাষ, সত্য ক'রে তার সর্বনাশ।
আর এক চিরন্তন সত্য।( লেখা ৩১শে অক্টোবর'২০২২)

No comments:
Post a Comment