Powered By Blogger

Friday, October 31, 2025

কবিকে জিজ্ঞাস্য।

কবিকে প্রবির জিজ্ঞাস্য,

কেন সর্বনাশের টের পাইনি? এই সর্বনাশের জন্য কে দায়ী? আমরা কি নিজেদের দায় এড়াতে পারি? আমরা কি 'আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা'-র মতো নিম্ন মানসিকতার মানুষ? বানরলাঠিকে কৃষ্ণচূড়া ও খেঁকি কুত্তাকে অ্যালসেশিয়ান ভাবা এবং ঝর্ণা কলমের ডট পেন, বড়বাবুর হেড অ্যাসিস্ট্যান্ট ও বাবার বাপি হ'য়ে যাওয়া সময়মতো টের না পাওয়ার জন্য কে দায়ী? বানরলাঠি? খেঁকি কুত্তা? ডট পেন কি সময়ের দাবী? বড়বাবুর হেড অ্যাসিস্ট্যান্ট পদে অবনমনের জন্য বড় বাবু দায়ী নাকি অফিস ম্যানেজমেন্ট দায়ী? বাবার বাপী হ'য়ে যাওয়া কি অপসংস্কৃতি নাকি অতি ভালোবাসার বর্হিপ্রকাশ? কোনটা? এই চিনতে না পারার ও সময়ের দাবীকে বুঝতে না পারার জন্য যে দূরদৃষ্টির অভাব এবং বড়বাবু ও বাবার বর্তমান স্ট্যাটাস থেকে অবনমন হওয়ার কারণ ধরতে না পারার জন্য প্রকৃত কে বা কারা দায়ী???? এই এতবড় সর্বনাশের কারিগর কে? কাঠগড়ায় কাকে দাঁড় করাতে চাইছেন কবি??


No comments:

Post a Comment