কত ডাকি তাঁরে, দেয় না তবু সাড়া দিন যায় ঢলে পশ্চিমার কোলে মন বলে, একেলা যেতে লাগে ভয় তুমি ছাড়া ওগো দয়াময় আমি যে দিশাহারা। পরাণ বলে, ওগো তুমি যেও না, যেও না সজনী বাকী আছে রজনী থাকো মোর সাথে, ধরা দ্বাও মোরে, যাবার তরে দিও না মোরে তাড়া ওগো দিও না মোরে তাড়া।
No comments:
Post a Comment