কথা যখন উঠলোই।
জনগণ যদি বাস্তবটাকেও সিনেমার মত রঙিন চোখে দেখে তার ফয়দা নেবে না অভিনেতারা? অভিনেতাদের দোষ কোথায়? মনে রাখতে হবে অভিনেতারা অভিনয় জানুক আর না-জানুক অভিনেতাদের রক্তের শিরায় শিরায় অভিনয় অর্থাৎ মিথ্যা হাসি, মিথ্যা কান্না, মিথ্যা রাগ, মিথ্যা আস্ফালন, মিথ্যা সেবা ইত্যাদি ব'য়ে চলেছে। জনগণ ন্যাড়া মাথার মত বেলতলায় বারবার যায় আর মাথা ফাটায়। তাই দেখে অভিনেতারাও হাসে। আর, নেতারা ভুলে যায় তাদের আগে ‘অভি’ নেই। কিন্তু দু’জনের কমন একটাই তা হ’লো অভিনয়। তবে সবাই কি তাই? ব্যতিক্রম আছেই। প্রবি।

No comments:
Post a Comment