যদি এই খবর সত্যি হয় তাহ'লে বাংলাদেশ সরকারের কাছে আবেদন, সরকার তাদের জন্য কি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে সেটা প্রশাসন ও আইনি ব্যবস্থা্র উপর নির্ভরশীল। কিন্তু একজন সৎসঙ্গী হিসেবে আমার আবেদন শাস্তি প্রদানের আগে তা সে যে শাস্তিই হ'ক সেই যুবককে ও অন্যান্য যারা গ্রেপ্তার হবে তাদেরকে তাদের দ্বারা কৃত ধ্বংস স্থান সহ অত্যাচারিত ও অত্যাচারিতা নারী পুরুষের সামনে তাদের পরিবারের সদস্য সহ আনা হ'ক। ঘুরিয়ে দেখানো হ'ক তাদেরকে তাদের দ্বারা ঘৃণ্য নারকীয় কার্যকলাপ আর তাদের পরিবারের সকলের সামনে তাদের জিজ্ঞাসা করা হ'ক তাদের এই অমানবিক ঘৃণ্য নারকীয় কাজ নবী মহম্মদ স্বীকার করেন কিনা। বিশ্বনবী মহম্মদ দ্বারা সৃষ্ট ইসলাম ধর্ম্মমত তা অনুমোদন করেন কিনা। তাদের জিজ্ঞাসা করা হ'ক বিশ্বনবী কি শুধু মুসলমানদের জন্যই এই পৃথিবীতে এসেছিলেন কিনা? জিজ্ঞেস করা হ'ক হজরত মহম্মদ কি শুধু মুসলমানদেরই নবী, আরাধ্য পুরুষ, ঈশ্বর কিনা? তাদের জিজ্ঞাসা করা হ'ক মুসলমানরাই কি শুধু বিশ্বনবী হজরত মহম্মদের সন্তান? বাকীরা কি তাঁর সন্তান নয়? ইসলাম কি এই শিক্ষা দিয়েছে? কোরান কি এই কথা বলে? হাদিসে কি এর সমর্থন আছে?
এরকম নানা দিক তাদের সামনে তুলে ধরা হ'ক আর তা হ'ক প্রকাশ্যে আর সম্প্রচার হ'ক টিভির মাধ্যমে সারা বিশ্বে। দেখুক, শুনুক, ভাবুক, বুঝুক সারা বিশ্বের সমস্ত ধর্ম তথা সমস্ত সম্প্রদায়ের মানুষ। আর তা বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে যাক বিশ্বের ধর্মীয় জনসমাজ।
যাই হ'ক, আরও আরও অনেক জিজ্ঞাসা করা যেতে পারে। আমার প্রধানমন্ত্রী হাসিনা সরকারের কাছে, দেশের প্রকৃত মুসলমানদের কাছে, প্রকৃত ইসলামপন্থীদের কাছে অনুরোধ যদি আপনারা সত্যি সত্যিই এই মর্মান্তিক ঘটনার চিরকালীন সমাধান চান তাহ'লে অন্তত এই চর্চা সরকারী পর্যায়ে ও প্রকৃত রসুল অনুগামী মুসনমানদের পক্ষ থেকে শুরু করা যেতে পারে। চেষ্টা ক'রে দেখা যেতে পারে। এই যাজন কাজে ভেসে যাক বাংলাদেশ। ভেসে যাক আসমুদ্রহিমাচল! ভেসে যাক বিশ্ব!
হ্যাঁ, ভেসে যাক গোটা বিশ্বের ধর্মপ্রাণ ঈশ্বর বিশ্বাসী মানুষ এই বোধে যে, নিরাকার ঈশ্বর সাকার হ'য়ে নেবে আসেন তাঁর সৃষ্ট মানবজাতীর জন্য বারবার। ঈশ্বর নেবে এসেছেন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ ও শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র রূপে। আর ঈশ্বর কখনো শুধু হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ ইত্যাদি কোনও সম্প্রদায়ের জন্য নেবে আসেন না। তিনি যতদিন তাঁর সৃষ্ট এই পৃথিবী থাকবে ততদিন তিনি তাঁর সন্তানদের জন্য নেবে আসবেন প্রয়োজনবোধে যেখানে তিনি তাঁর নামার মত জমি পাবেন।
তাই এই যাজন কাজ এখনই শুরু হ'ক। যেখানেই এই ঘটনা ঘটবে তা যে দেশেই হ'ক আর যে ধর্মেই হ'ক তৎপরতার সঙ্গে শুরু হ'ক এই প্রক্রিয়া। দুষ্কৃতিকারীদের জন্য বিচারব্যবস্থা যা বিচার করে করুক। কিন্তু এই যাজন প্রক্রিয়া শুরু হ'ক। তাদের মনোভাবের পরিবর্তন হ'লেও হ'তে পারে। আর যদি নাই বা হয় পরবর্তী প্রজন্মের জন্য শুরু হ'ক এই যাজন প্রক্রিয়ার মত মহতী প্রচেষ্টা। নিশ্চয়ই লাভবান হবে পরবর্তী প্রজন্ম।
আর, খুশী হবেন, খুব খুশী হবেন, আনন্দিত হবেন, শিশুর সারল্য নিয়ে ভুবনভোলানো হাসি হেসে উঠবেন আমার রসুল, আমার নবী, আমার ঈশ্বর, আমার খোদা, আমার ভগবান, আমার আল্লা!
আমার আচার্যদেব শ্রীশ্রীদাদার ৮৯তম জন্মদিনে তাঁর রাঙা চরণে প্রণাম জানিয়ে, তাঁর আশীর্বাদ মাথায় নিয়ে আমার ঠাকুর পুরুষোত্তম পরমপিতা বিশ্বপিতা সৃষ্টিকর্তা জীবন্ত ঈশ্বর শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আমি যা শিখেছি তাই-ই তুলে ধরলাম একজন সৎসঙ্গী হিসেবে।
গ্রহণ ও বর্জন ব্যক্তিগত।
( লেখা ২১শে অক্টোবর'২০২১)

No comments:
Post a Comment