Powered By Blogger

Wednesday, July 19, 2023

চিঠিঃ আমার ফেসবুক বন্ধুরা!

জানার ইচ্ছা থেকে এই চিঠি পোষ্ট। বিশেষ ক'রে আমার ফেসবুক ফ্রেন্ড সার্কেলে যারা মুসলিম বন্ধু আছেন তাদের সঙ্গে আলোচনা ক'রে জানতে চাই বীথি আখতারের আঁকা পোষ্ট নিয়ে বিতর্ককে কেন্দ্র ক'রে ওঠা প্রশ্নগুলি সম্পর্কে। প্রায় সময় এই শিল্পীর আঁকা সুন্দর সুন্দর ছবি দেখতে পাই। আর পোষ্টের সঙ্গে দেখতে পাই আঁকা ছবিকে নিয়ে ফেসবুকে মুসলিম পাঠকদের পোষ্ট বিরোধী মন্তব্য। তারা পোষ্টে মন্তব্য করছেন ইসলামে ছবি আঁকা নিষিদ্ধ, হারাম, অন্যায় ইত্যাদি কিন্তু কেন নিষিদ্ধ, কেন হারাম, কেন অন্যায় সেগুলি তুলে ধরার প্রয়োজন মনে করছে না এবং এই হারাম, নিষিদ্ধ প্রসংগে স্বয়ং হজরত রসুল কি বলেছেন তারও কোনও প্রামাণ্য বক্তব্য তুলে ধ'রে তাদের মন্তব্যকে জোরালো ক'রে তুলতে পারেননি। শুধু হাওয়াই ভাসিয়ে দেওয়া মন্তব্যের উপর নির্ভর ক'রে নিজেকে ও অন্যদেরও বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। তাই পোষ্টে উঠে আসা বীথি আখতারের বিভিন্ন ছবি আঁকার বিরুদ্ধে মন্তব্য সম্পর্কে আমার কৌতুহলি কয়েকটি প্রশ্ন। প্রশ্ন আমার ফেসবুক মুসলিম বন্ধুদের কাছে। অন্য সম্প্রদায়ের বন্ধুদের কাছে যদি উত্তর থাকে তাহ'লেও স্বাগতম। দয়া ক'রে যদি ফেসবুকে গুণী বন্ধুরা এই আলোচনায় যুক্তিসঙ্গত অংশগ্রহণ করেন তাহ'লে সমৃদ্ধ হ'ই। নমস্কার।
প্রশ্নঃ
১) সত্যি সত্যিই কি ইসলামে ছবি আঁকা নিষিদ্ধ?
২) ইসলাম কি মানুষের বা জীবদের ছবি আঁকা অনুমোদন করেন না?
৩) হজরত রসুল কি ছবি আঁকা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন?
৪) ইসলামে ছবি আঁকা হারাম?
৫) ইসলামে যদি ছবি আঁকা নিষিদ্ধ হ'য়ে থাকে বা হজতর রসুল যদি ছবি আঁকা নিষিদ্ধ ঘোষণা ক'রে থাকেন বা ছবি আঁকা হারাম ব'লে থাকেন তাহ'লে কেন ছবি আঁকা হারাম? কেন নিষিদ্ধ? এর পিছনে কারণ কি? কোন অন্তর্নিহিত মঙ্গল কারণের জন্য হজরত রসুল এই বিষয়ে সতর্কতা জারী করেছেন?
৬) কোরানে এর স্পষ্ট উল্লেখ আছে কি?
৭) অন্যান্য ধর্মগ্রন্থ একমাত্র প্রামাণ্য ধর্মগ্রন্থ গীতা, ত্রিপিটক, বাইবেল, চৈতন্য চরিতামৃত, কথামৃত-এ কি এর সমর্থনে কিছু বলা আছে? অন্যান্য ধর্মাবলম্বীরা এই প্রশ্নের উত্তর দিতে পারেন।
প্রশ্ন ক্রমশঃ
আসুন উপরিউক্ত প্রশ্নে একটু আলোচনার গোলটেবিলে বসা যাক। ছবি সুন্দর কি সুন্দর নয় এখানে সেটা আলোচনার বিষয় নয়। বিষয় বীথি আখতারের আঁকা ছবি নিয়ে প্রায়শই উঠে আসা বিরোধী মন্তব্যের গভীরতা ও সারতা নিয়ে। যারা মানবতাবাদী ও সত্যি সত্যিই মানবজাতিকে অজ্ঞানতার গভীর অন্ধকার থেকে বের ক'রে এনে জ্ঞানের আলোর সন্ধান দিতে চান, জ্ঞান সমুদ্রে অবগাহন করাতে চান সেই প্রণম্যদের কাছে আবেদন আসুন একটু স্বাস্থ্যকর মতামত শেয়ার করি। কারণ জ্ঞানই পারে মানুষকে অজ্ঞানতা থেকে মুক্তি দিতে। আর কথায় আছে, Knowledge rules the world এবং "অজ্ঞানতাই দুঃখের কারণ।"
( ২০শে জুলাই'২০২১)

No comments:

Post a Comment