যে আগে ঝাঁপ দেয়নি, আগে পথ দেখায়নি, সেই নেতা;
শুধু লেকচার আর তেল দিলেই নেতা ও নেতার
কাছের লোক হওয়া যায়।
আগে নিজের জন্য যথাসর্ব্বস্ব ঢেলে নাও
আর দশের মাথায় পা রাখো,
আর, সবার দোষ দেখা শুরু ক্রে দাও,
সেবা নিতে আত্মহারা হও,
তবে নেতা, তবে দেশের হৃদয়,
তবে দেশের রাজা।
যে সাহায্যের হাত বাড়ায় তার হাত কেটে নাও;
পথের কাঁটা সাফ হবে।
( লেখা ৩০শে জুলাই'২০১৮)

No comments:
Post a Comment