Powered By Blogger

Wednesday, July 30, 2025

বিচিত্রাঃ ১৭৩

বর্তমান সময়ঃ 

যে আগে ঝাঁপ দেয়নি, আগে পথ দেখায়নি, সেই নেতা; 
শুধু লেকচার আর তেল দিলেই নেতা ও নেতার 
কাছের লোক হওয়া যায়।

আগে নিজের জন্য যথাসর্ব্বস্ব ঢেলে নাও 
আর দশের মাথায় পা রাখো,
আর, সবার দোষ দেখা শুরু ক্রে দাও,
সেবা নিতে আত্মহারা হও,
তবে নেতা, তবে দেশের হৃদয়, 
তবে দেশের রাজা।

যে চোখ খুলে দেয় তার চোখ আগে খুবলে নাও,
যে সাহায্যের হাত বাড়ায় তার হাত কেটে নাও; 
পথের কাঁটা সাফ হবে।
( লেখা ৩০শে জুলাই'২০১৮)





















No comments:

Post a Comment