Powered By Blogger

Monday, July 14, 2025

বিচিত্রা ১৬৭

রাত গভীর, সময় পৌনে দুটো, বাইরে অঝোর ধারায়
রিমঝিম রিমঝিম বরষা!ঝিঁঝিঁপোকা, 
ব্যাঙের ডাক, নিস্তব্দ রাত্রি
ঘরে একাকী প্রভু তুমি ভরসা!!

নিস্তব্ধ গভীর রাতে প্রভু
শুধু তোমায় মনে পড়ে!
রিমঝিম রিমঝিম বরষাতে মন তরঙ্গ নাচেরে,
মন তরঙ্গ নাচে!!

নিশুতি রাত, নিষুপ্ত পৃথিবী,
নিস্তব্ধ সময়!
আমি একাকী, মিলিবারে চায় প্রাণ,
প্রভু আমি তুমিময়!!

আজ সকালে রোদ হেসেছে, বৃষ্টি নিয়েছে ছুটি! 
জীবন বীণায় সুর জেগেছে, যত বাঁধন গেছে টুটি,
মোর বাঁধন গেছে টুটি;প্রভু তোমার চরণ তলে লুটি!
( লেখা ১৫ই জুলাই'২০১৭)

সময় সবসে বড়া বলবান
ভুল গ্যায়ে উও দিন
যব হর পল থা হয়রান!?
সময় কা থাপ্পড় পড়েগা বহুত ভারী 
ইয়াদ রাখনা মেরে প্যারে ইনসান।

ম্যাঁয় তো এক আম আদমি 
আউড় তু হ্যাঁয় বহত ভারী, বহত মহান।
ইয়ারোঁ পিছে মুরকে মত দেখ
পিছে হ্যায় ভবিষ্য
ভাগ, দোস্ত ভাগ, আগে ভাগ
নেহী তো বহত পড়েগা ভারী;
হো যাওগে পাগল ইনসান।

ক্যা করুঁ ঠাকুরজী? ক্যা করুঁ?
কৈ নেহী হ্যায় শুননে কে লিয়ে তৈয়ার।
তুম বাতাও কিসসে করুঁ প্যার
আউড় কিসে বানাও ইয়ার;
তুমসে বড়া কোই নেহী হ্যায় ইয়ার!!
( লেখা ১৫ই জুলাই'২০১৮)

যে যা ইচ্ছা করছে করুক তুমি লক্ষ্য থেকে বিচ্যুত হয়ো না আর অন্যকে বিচ্যুত হ'তে সাহায্য ক'রো না।

যত পারো আখের নাও গুছিয়ে
ভাঁড় মে যায় ঈশ্বর, ভাঁড় মে যায় দেশ!
যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ
বিভীষণের রাজা হওয়ার দিন কিন্তু শেষ।

পড়েছো মোগলের হাতে খানা খেতে হবে একসাথে! 
ঠিক তেমনি মনে রেখো
দয়ালের সাথে খেলছো গেম বন্ধু!
দিনের শেষে ফল পেতে হবে হাতে হাতে!!
( লেখা ১৫ই জুলাই'২০১৯)

কাউকে শারীরিক বা মানসিক আঘাত ক'রে ঠাকুরকে ডাকলে ঠাকুরের কাছে সে ডাক পৌঁছোয় না যতক্ষণ না অনুতপ্ত হচ্ছো।
( লেখা ১৫ই জুলাই'২০২৪)







No comments:

Post a Comment