অবাকেরা অবাক হ'য়ে চেয়ে থাকে বেবাক মনে
দিন কেটে যায়, শুধু থেকে যায় ঋণ!
শুধু থেকে যায় ঋণ!!
শাস্ত্রের দোহাই দিয়ে জনসাধারণের সীমাহীন অজ্ঞানতা আর দুর্বলতার সুযোগ নিয়ে আর কতদিন ধর্মের আঙিনায় ধর্মীয় দাদাদের অশাস্ত্রীয় কাজ হ'য়ে চলবে! আর তাদের হাতে জীবন্ত ঈশ্বর বারবার এসে বারবার বাধা পেয়ে খালি হাতে ফিরে যাবে!? তা হ'লে কি আগামীতে ধ্বংস অনিবার্য! আর তারই নমুনা কি এই করোনার করুণা!?
(১৪ই জুলাই' করোনার সময়)

No comments:
Post a Comment