Powered By Blogger

Thursday, July 31, 2025

বিচিত্রা ১৭৪

কালিতে তুলিতে বাদ প্রতিবাদ নিরাপদ এক ফ্যাশন!
এসো ফাগুন, জ্বালো আগুন, জ্বালাও অন্তরে প্যাশন!!
( লেখা ৩১শে জুলাই'২০১৭)

অবতার ও অবতারি: ১
প্রশ্ন: অবতার ও অবতারি মানে কি?
উত্তর: যে এই মর্তভূমিতে অবতরণ করে সে অবতার আর যিনি অবতরণ করান তিনি অবতারি।

প্রশ্ন: অবতার কে? আর অবতারিই বা কে? 
উত্তর: আমি আপনি ও আমরা আপনারা যারাই এই মর্তভূমে অবতরণ করেছি তারাই অবতার। আর যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন অর্থাৎ অবতরণ করিয়েছেন তিনি অবতারি। অবতারি হলেন শ্রীশ্রীরাম, শ্রীশ্রীকৃষ্ণ, শ্রীশ্রীবুদ্ধ, শ্রীশ্রীযীশু, শ্রীশ্রীহজরত মহম্মদ, শ্রীশ্রীমহাপ্রভু, শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণ ও বর্তমান সর্বশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র।

অবতার ও অবতারি: ২
প্রশ্ন: শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কে? অবতার না অবতারি?

উত্তর: তিনি অবতার হ'য়েও অবতারি। তিনি আমাদের যেমন অবতরণ করিয়েছেন ঠিক তেমনি নিজেকে নিজে অবতরণ করিয়েছেন আমাদের বাঁচাবার ও বৃদ্ধি পাওয়ার জন্য। 

প্রশ্ন: তাহ'লে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ ইনারা কি? ইনাদেরও তো অবতার বলা হয়। 

উত্তর: ইনারাও অবতার হ'য়েও অবতারি। ইনারাও যুগে যুগে অবতরণ করেছেন তাঁর সৃষ্টিকে বাঁচাতে ও বৃদ্ধি পাওয়াতে। ইনাদের শুধু অবতার বলা হয় তা ভুল। 

প্রশ্ন: তাহ'লে ইনারা বাদে জীবকোটি ও ঈশ্বরকোটি যারাই অবতরণ করেছে সবাই অবতার? 
উত্তর: হ্যাঁ।
( লেখা ৩১শে জুলাই'২০২৩)

No comments:

Post a Comment