রাধাস্বামী রাধাস্বামী রাধাস্বামী গাওরে।২
রাধাস্বামী রাধাস্বামী রাধা রাধা ব'লে২
নেচে নেচে চলো সবাই অনুকূল ধামে।২
রাধা ধাম অনুকূল নাম নামে নামে প্রাণের আরাম।
নামে আছে এত মধু গাও অবিরাম।
রাধাস্বামী রাধাস্বামী রাধাস্বামী নাম।
গাইতে গাইতে চলো সবাই অনুকূল ধাম।
কলিযুগে অনুকূল নাম রাধাস্বামীর পরম ধাম
নামে আছে এত যাদু পুরায় মনস্কাম।
নাম করো নাম করো নাম করো নাম
রাধাস্বামী রাধাস্বামী রাধাস্বামী নাম।
নেচে গেয়ে চলো সবাই পরমপিতার ধাম।
নাম ছাড়া নামীর যাজন নুন ছাড়া যেমন মাখন
নাম ছাড়া নামীর যাজন নুন ছাড়া যেমন ব্যনজন
কপট সাধুর ভীড়ে নষ্ট যেমন গাজন রে।
নাম করো নাম করো নাম করো রে।
নামের ভেলায় চড়ে চলো অনুকূল ধামে।
রাধাস্বামী রাধাস্বামী রাধাস্বামী গাওরে। ২
রাধাস্বামী রাধাস্বামী রাধা রাধা ব'লে
রাধাস্বামী রাধাস্বামী রাধা রাধা ব'লে
নেচে নেচে চলো সবাই অনুকূল ধামে।৩
( লেখা ১৩ই জুলাই' ২০২৪)

No comments:
Post a Comment