Powered By Blogger

Tuesday, February 18, 2014

হায় প্রেম!!!

হায় প্রেম!!!

হায় প্রেম! কি ভেবে হায় হ’য়ে.........
ভোরের নরম রোদ্দুর নোঙ্গর ফেলে দাঁড়ায়
তীব্রতা ছড়িয়ে মাঝগাঙ্গে সারা গায় ভরদুপুর!
দিন শেষে মন্দাকিনী তীরে দাঁড়ায় এসে
বিষন্নতাকে করে সাথী মদিরা প্রেমরোদ্দুর!

ভবঘুরে প্রেম সাথে সুবাস হীন ফুল!
ফুল তো নয় উন্মত্ত সুঠাম যৌবন!
প্রেম তো নয় উদ্দাম দখিনা বাতাস!
নিরুদ্বেগ বিচরণ চৌহদ্দি ডিঙ্গিয়ে
উৎকণ্ঠাকে ক'রে পদদলিত
অবলীলায় অবহেলায়!
ভাঙ্গাগড়াকে ক’রে খেলার সাথী!!

কল্পনার রঙ্গিন জাল জল্পনার অবসানে
মত্ত হয়ে ওঠে! কোনো কোণের ঝড়
পারে না সে মত্তঘুম ভাঙ্গাতে; পারে না
চন্দ্রালোকের জমাট প্রেম শীতলতায়!

প্রেম আসে যায়, নোঙ্গর ফেলে
জীবন পারাবারে বারবার!
ভেসে যায় সে প্রেম, বৃথা পারাপার,
বৃথা নোঙ্গর হায়!

প্রেমময় বিনা সে প্রেম

কভু কি জীবন পায়? 

No comments:

Post a Comment