Powered By Blogger

Monday, August 18, 2025

কবিতাঃ যত দোষ নন্দ ঘোষ

যত দোষ নন্দ ঘোষ সেইমত ধ্বংস কাজে যত 
আন-বান-শান তালিবান! তাই না? 
আর বাকী সব ক্ষত!?
কারা তারা যারা প্রতিনিয়ত দেশে দেশে 
রাজ্যে রাজ্যে ঘরে ঘরে পোঁতে বিভেদের বীজ!? 
ক্ষত কাজে সযতনে থাকে রত!? 
তারা সব কি? শান্তির দূত? মেহমান? 
নয় কি চরিত্র তালিবান!? 
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছে যত শয়তান! তারা? 
তারা কোন হাতে বাজায় তালি আর কোন হাতে চালায় বান? 
তুমি আমি ন'ই কি তালিবান!? 
আর কত আগ্রাসন!? ক্ষমতা দখলের লোভ আর কত!? 
আর কত অর্থ-মান-যশ ও ক্ষমতা পেলে তুমি হবে শান্ত!? 
আর কত রক্ত পানে তোমার মিটবে তৃষা, হবে তুমি ক্ষান্ত!? 
যত দোষ নন্দ ঘোষ আর যত আগ্রাসন? 
সব শান্তির পূজারী ভগবান!?
নয় কি তারাও তালিবান!?
( লেখা ১৯শে আগস্ট'২০২১)

No comments:

Post a Comment