Powered By Blogger

Tuesday, August 19, 2025

বিচিত্রা ১৭৬

কেরল বিপর্যয় শুধু নমুনা মাত্র 
অপেক্ষা করছে আরও আরও ভয়ঙ্কর রাত্র 
আমি জানি বললে একথা হবে সে উপহাসের পাত্র!!!

কেরলে হয়েছে তো আমার কি? 
শালা মার হাতোড়া, চালাও রাজনীতির তর্জা; 
ভস্মে ঢালো ঘি!!

কেরলে বন্যা,
টিভির চ্যানেলে চ্যানেলে হয়েছে শুরু---
চোর পালালে বুদ্ধি বাড়ে গুরু---
সমস্যা সমাধানে বাদ প্রতিবাদের ন্যাকা কান্না।
( লেখা ২০শে আগশট'২০১৮)

বর্তমান কঠিন মুহূর্তে দেশের স্বার্থে দেশের সব দলের গুরুত্বপূর্ণ নেতানেত্রীর কোনটা আগে প্রয়োজন?
১) আফগানিস্থান ইস্যুতে বৈঠকে বসা ? নাকি
২) ২০২৪ লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে বিরোধী ঐক্য ইস্যুতে বৈঠকে বসা?

তালিবানি আগ্রাসনে অজানা বিশ্ব রাজনীতি ও পরিস্থিতিতে দেশের রাজনৈতিক দলগুলির এইমুহূর্তে কোনটা আগে করা উচিত?
১) কেন্দ্রের ক্ষমতা দখলের ছক কষা? নাকি
২) দেশের সার্বভৌমত্ব রক্ষা?

কোনটা আগে কোনটা পরে এই মিনিমাম বোধ যদি মানুষের না থাকে বিশেষ করে ঘরের বা দেশের অভিভাবকদের তবে শিয়রে শমন নিশ্চিত!

সাম্রাজ্যবাদ নিপাত যাক এই স্লোগান আর কমিউনিষ্টদের মুখে মানাবে না। মানাবে কি? আফগানিস্থান ইস্যু কি বলে?

কি নির্ম্মম নিষ্ঠুর বেদনাদায়ক দৃশ্যঃ
মা তার কোলের দুধের শিশুকে তুলে দিচ্ছে অজানা অচেনা মার্কিন সেনার হাতে তালিবানের হাত থেকে বাঁচাতে! আর ক্ষমতাধর বিশ্ব সেই নির্ম্মম বেদনাদায়ক দৃশ্য দেখছে তারিয়ে তারিয়ে!!!

কলকাতা তথা দেশের এলিট সম্প্রদায় ব'সে আছে চুপ করে! অপেক্ষায় আছে কখন কে, কোন রাজনৈতিক দল প্রথম তালিবানের বিরুদ্ধে মানবিকতার স্লোগান তোলে!

আফগানিস্থানে করোনা নেই! করোনার ভয় নেই! কি মজা!!

আফগানিস্থান ইস্যুতে কবি, সাহিত্যিক সবাই চুপ কেন? কৃষক আন্দোলন, NRC, CAA বিরোধী মানবতার আন্দোলনে ছিল সক্রিয়, ভয়ঙ্কর সক্রিয়! এখন নিষ্ক্রিয় কেন!? মানবতার সংজ্ঞা দেশ ভেদে, ইজম ভেদে আলাদা আলাদা হয় নাকি!? হায় মানবতা!!!!
( লেখা ২০শে আগশট'২০২১)

If you want to spend energy, first spend it for yourself, your family, then spend for the greater good of the environment.

যদি এনার্জী খরচ করতে চাও তো প্রথমে নিজের জন্য, নিজের পরিবারের জন্য খরচ করো তারপর বৃহত্তর পরিবেশের মঙ্গলের জন্য খরচ করো।
মানুষ চেনা কঠিন তার থেকেও কঠিন নিজেকে চেনা। তাই কাউকেই, কোনও মানুষকেই চিনতে চাই না, নিজেকে চিনতে চাই আমৃত্যু।

হে আমার প্রিয়,
একমাত্র ঈশ্বরের ডাক ছাড়া কারও ডাকে সাড়া দিও না।

হে আমার প্রিয়,
ঈশ্বরের কাছে ছাড়া কারও কাছে যেও না। 

হে আমার প্রিয়,
ঈশ্বর ছাড়া কাউকে বিশ্বাস ক'রো না।

হে আমার প্রিয়, আকুল ভাবে ঈশ্বরকে ডাক সাড়া পাবেই পাবে। তাঁর সাড়া পাবার জন্য সমস্ত ইন্দ্রিয়কে সাড়াপ্রবণ ক'রে তোলো।

তথাকথিত বুদ্ধি, জ্ঞান, মেধা দিয়ে মানুষের মঙ্গল করা যায় না। মানুষের মঙ্গল নিহিত থাকে ঈশ্বরে সমর্পিত ব্যক্তির হাতে।

তথাকথিত জ্ঞানী ব্যক্তি দুর্বল ক্ষীণ মস্তিষ্ক সম্পন্ন যুদ্ধবাজ হয়, আর, ঈশ্বরে সমর্পিত প্রাণ প্রকৃত জ্ঞানী অসীম শক্তিমান হয়।
( লেখা ২০শে আগশট'২০২৪)























































































No comments:

Post a Comment