Powered By Blogger

Wednesday, March 26, 2025

গানঃ কেমনে বাসিবো ভালো

কেমনে বাসিব তোমারে ভালো প্রভু হে, 
কেমনে বাসিবো তোমারে।
সাড়া দেও না, কথা কও না
আর কত ডাকি সুরে
কেমনে বাসিব তোমারে ভালো প্রভু হে, 
কেমনে বাসিবো ভালো তোমারে।

আশায় আশায় ব'সে থেকে আর কতকাল বাঁচিব?
মনে হয় শবরী হইয়া আর কতকাল রহিবো।
আশা রাখি আলো পাবো
বাঁচবো আমি অন্ধকারে,২
কেমনে বাসিব তোমারে ভালো প্রভু হে, 
কেমনে বাসিবো ভালো তোমারে।

দেবা লয়ে ঘুরে দেখি তার ভিতরে তুমি নাই
ফটোর ভিতরে খুঁঝে দেখি বৃথা সময় ফুরিয়ে যায়।
গ্রন্থ মাঝে কোথাও নাই
খুঁজতেছি কোন আঁধারে
কেমনে বাসিব তোমারে ভালো প্রভু হে, 
কেমনে বাসিবো ভালো তোমারে।

অন্তর আমার কেঁদে বলে দয়া করো (দয়াল) আমারে
নতশিরে করজোড়ে বলি তোমার দরবারে,
দাও সাড়া দাও, দেখা দাও
এসো আমার অন্তরে
কেমনে বাসিব তোমারে ভালো প্রভু হে, 
কেমনে বাসিবো ভালো তোমারে।

বব কামিং কেঁদে বলে, Thakur you guide me.
দয়াল ঠাকুর হেসে বলে, Bob, You love me 
and that love will dictate
you how to be guided.
How shall i love you Dayal Provu Hey?
কেমনে বাসিব তোমারে ভালো প্রভু হে
কেমনে বাসিব তোমারে।
( লেখা ৭ই মার্চ'২০২৫)
( কেমনে চিনিবো তোমারে গানের সুরে।)

No comments:

Post a Comment